আইডিয়াল স্কুল: পরিচালনা কমিটির সদস্যের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির (গভর্নিং বডি) এক সদস্যের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির এক ছাত্রীকে ‘ফাঁদে ফেলে’ হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা কমিটি।

আজ বুধবার পরিচালনা কমিটির সভায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

জানতে চাইলে পরিচালনা কমিটির সদস্যসচিব ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য এক মাসের সময় দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তিন ক্যাম্পাসে (মতিঝিল মূল, বনশ্রী ও মুগদা ক্যাম্পাস) প্রায় সাড়ে ২৯ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে।