ইবতেদায়ি শিক্ষকদের ওপর ‘হামলার’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহবাগে আহত এক ইবতেদায়ি শিক্ষককে চিকিৎসা দেওয়া হচ্ছে
ছবি: প্রথম আলো

ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের ‘হামলার’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে রাজু ভাস্কর্যের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল শুরু হয়।

পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে গিয়ে সমাবেশের মিলিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চ এই দুই ব্যানারে একসঙ্গে এই সমাবেশ হয়।

সমাবেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী বলেন, ‘প্রতি মাসে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের আন্দোলন করতে প্রেসক্লাবে আসতে হয় জাতীয়করণের দাবি নিয়ে। এটা আমাদের জন্য লজ্জা।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাত বলেন, ‘শিক্ষকদের ওপর আর কোনো পুলিশি জুলুম মেনে নেওয়া হবে না। শিক্ষকদের যৌক্তিক আন্দোলন পুলিশ দিয়ে দমন করার চেষ্টা করলে ছাত্রসমাজ মাঠে নামবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, শিক্ষকদের দাবি যৌক্তিক। স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ছাত্রলীগ, আওয়ামী লীগ যখন ঝটিকা মিছিল করে, আপনাদের পুলিশ তখন কোথায় থাকে?’
এর আগে ইবতেদায়ি শিক্ষকদের ওপরে পুলিশের ‘হামলার’ প্রতিবাদে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে বাম সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করে।

আরও পড়ুন

রোববার বেলা পৌনে একটার দিকে শাহবাগ থানার সামনে চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় লাঠিপেটা করতেও দেখা যায় পুলিশকে। এতে এক নারীসহ ছয়জন আহত হন।