অবরোধের সমর্থনে রাজধানীতে ঝটিকা মিছিল

অবরোধের সমর্থনে আজ রাজধানীর বিজয়নগরে এলডিপির মিছিল
ছবি: এলডিপির সৌজন্যে

অবরোধের সমর্থনে আজ সোমবার রাজধানীর কয়েকটি এলাকায় বিএনপির কয়েকটি সহযোগী সংগঠন এবং তাদের সমমনা কয়েকটি দল ঝটিকা মিছিল করেছে। এসব মিছিল থেকে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানানো। সংক্ষিপ্ত মিছিলগুলোর বেশির ভাগই আজ সকালে হয়েছে বলে বিভিন্ন দলের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অবরোধের সমর্থনে আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে মিছিল হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রফিকুল ইসলাম, কামরুজ্জামান বিপ্লব, আবদুল কুদ্দুস প্রমুখ।

অবরোধের সমর্থনে ঢাকার বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করে ১২–দলীয় জোট। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশও হয়। জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জনগণ একবার ধরলে গর্তে পালানোর সময়ও পাবেন না। তবে আমরা আওয়ামী লীগকে তফসিল ঘোষণার সুযোগ দিয়েছি বলে পাতানো নির্বাচন করার সুযোগ দেব না।’

জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেন, এই সরকার একটি দুষ্কৃতকারী সরকার। এই সরকারের অধীন কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, কারণ অতীতেও সুষ্ঠু নির্বাচন হয়নি।

অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা-কর্মীরা। আজ দুপুর ১২টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়। পুরানা পল্টন মোড় ঘুরে নাইটিঙ্গেল মোড়ে এসে মিছিলটি শেষ হয়। এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশিরের নেতৃত্বে মিছিলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল, এস এম মোরশেদ, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল করেছেন। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে মিছিল বের করেন তাঁরা। মিছিলটি অমর একুশে হল–সংলগ্ন আনন্দবাজার থেকে শুরু হয়ে চানখাঁরপুল মোড়ে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়।

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মৎস্য ভবন পর্যন্ত মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম এ মিছিলের নেতৃত্ব দেন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনের মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর পুলিশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অনেক নেতাকে গ্রেপ্তার করে। এসব গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি হরতাল-অবরোধের মতো কর্মসূচিতে যায়। এ পর্যন্ত অবরোধের পাশাপাশি তারা দুই দফা হরতালও করেছে। এবার সপ্তম দফায় অবরোধ চলছে। আজ এ দফার অবরোধের শেষ দিন।