হাবিব-উন-নবীসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাবিব-উন-নবী খান
ফাইল ছবি

নয় বছর আগের নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খানসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আজ বুধবার এ পরোয়ানা জারি করেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম।

এসআই শাহ আলম বলেন, পল্টন থানার নাশকতার মামলায় হাবিব-উন-নবী খানসহ ১৩ আসামি আজ আদালতে হাজির হননি। এ কারণে আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

পল্টনের রাস্তায় যানবাহন চলাচলে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২০১৩ সালের ৫ মে মামলাটি হয়েছিল।

আরও পড়ুন

নাশকতার পুরোনো মামলায় গত সোমবার বিএনপির নেতা রুহুল কবির রিজভী ও ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার আদালত। মতিঝিল থানার নাশকতার মামলায় ইশরাকের বিরুদ্ধে আর পল্টন থানার নাশকতার মামলায় রিজভীর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আরও পড়ুন