নতুন ক্যানসার বিশেষজ্ঞদের সম্মাননা দিল এসকেএফ

নতুন ক্যানসার বিশেষজ্ঞদের হাতে সম্মাননা তুলে দেন অধ্যাপক ডা. মো. ইউসুফ আলী, অধ্যাপক ডা. স্বপন বন্দ্যোপাধ্যায়সহ অতিথিরাছবি: সংগৃহীত

অনকোলজি বিষয়ে নতুন এফসিপিএস স্নাতকদের সংবর্ধনা দিয়েছে দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গত শুক্রবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নয়জন নতুন ক্যানসার বিশেষজ্ঞকে সম্মাননা দেওয়া হয়।

এফসিপিএস স্নাতকদের সংবর্ধনা দিয়েছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড
ছবি: সংগৃহীত

চিকিৎসাবিজ্ঞানে এফসিপিএস মর্যাদাপূর্ণ ডিগ্রি। এতে প্রতিবছর বিপুলসংখ্যক চিকিৎসক অংশ নেন। তাঁদের মধ্যে এ বছর আটজন মেধাবী চিকিৎসক অনকোলজিতে এ ডিগ্রি অর্জন করেন। এই আটজন ও সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির একজন ক্লিনিক্যাল ফেলোসহ নয়জনকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মো. ইউসুফ আলী। তিনি বলেন, নতুন স্নাতকদের উচিত স্বতন্ত্র চিকিৎসক হিসেবে ক্যানসার রোগীদের কষ্টবিহীন জীবন নিশ্চিতে পরিশ্রম ও দক্ষতার সঙ্গে কাজ করা। সঠিক চিকিৎসা পরিকল্পনা ও সিদ্ধান্ত বাঁচাতে পারে মূল্যবান জীবন।

অনকোলজি বিষয়ে নতুন এফসিপিএস স্নাতকদের সংবর্ধনা দিয়েছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গত শুক্রবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক অধ্যাপক ডা. স্বপন বন্দ্যোপাধ্যায়। তিনি নতুন বিশেষজ্ঞরা সব সময় রোগীদের কষ্ট কমানোর জন্য একটি মানসম্পন্ন পরিসেবা প্রদান নিশ্চিত করতে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন।

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. রকিব উদ্দিন আহমেদ বলেন, রোগীর তুলনায় দেশে ক্যানসার বিশেষজ্ঞের সংখ্যা অপ্রতুল। শূন্যতা পূরণে নতুনদের আগমন গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক (বিপনন ও বিক্রয়) ডা. মো. মুজাহিদুল ইসলাম নতুন ক্যানসার বিশেষজ্ঞদের অভিনন্দন জানিয়ে বলেন, ২০১৮ সালে যাত্রা শুরু করে এসকেএফ অনকোলজি ইতিমধ্যেই দেশে অ্যান্টিক্যানসার ওষুধ উৎপাদনে প্রথমদিকে জায়গা করে নিয়েছে।

এসকেএফ অনকোলজির গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার ডা. মো. শাহরিয়ার ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআইসিআরএইচের সিনিয়র অনকোলজিস্ট ডা. কাজী ইফতেখার উদ্দিন আহমেদ, এসকেএফের সহযোগী পরিচালক (বিপণন) বিনয় দাস ও বিক্রয় বিভাগের প্রধান ডা. মাহবুবুর রহমান। বিজ্ঞপ্তি