রাজধানীর বাড্ডায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু
রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। তাঁর নাম মো. মজিবুল হক (৬৫)। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম পারভেজ বলেন, মজিবুল হক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে তাঁর মৃত্যু হয়। ব্যক্তিগত কাজে সাভার থেকে ঢাকায় এসেছিলেন তিনি। তাঁর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
পথচারীকে ধাক্কা দেওয়া কাভার্ভ ভ্যানটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা গোলাম পারভেজ।
এদিকে গত বৃহস্পতিবার রাজধানীর মুগদায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক ব্যক্তি মারা গেছেন। তাঁর নাম ফারুক হোসেন (৪০)। তিনি ওই মোটরসাইকেলটির আরোহী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তাঁর মৃত্যু হয়েছে।
মুগদা থানার এসআই গোলাম মোস্তফা জানান, বেপরোয়া গতির মোটরসাইকেল রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলটির চালকের মৃত্যু হয়। এতে গুরুতর আহত মোটরসাইকেলটির আরোহী ফারুককে ভর্তি করা হয় হাসপাতালে।