রাজধানীতে গণপরিবহন কম, যাত্রীসংকটে দূরপাল্লার বাস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন সকালে রাজধানীতে গণপরিবহন কম চলাচল করছে। যাত্রীসংকটে ছাড়ছে না দূরপাল্লার বাসও। আজ রোববার ঢাকার বাড্ডা, রামপুরা, তেজগাঁও, মহাখালী, ফার্মগেট, বিজয় সরণি ও গাবতলী এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।
হরতালের আগের দিন গতকাল শনিবার রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বাস–ট্রেনসহ একাধিক যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ কারণে ঢাকায় গণপরিবহন কম চলাচল করছে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তবে তুলনামূলক কম হলেও চলছে প্রাইভেট কার।
সকাল ১০টার দিকে মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, যাত্রীসংকটের কারণে ছাড়ছে না অধিকাংশ দূরপাল্লার বাস।
প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাস না পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন মোহাম্মদ হাসান নামের এক যুবক। তাঁর বাড়ি নেত্রকোনা জেলায়। ঢাকায় এমব্রয়ডারির কাজ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘মা অসুস্থ, তাই জরুরি ভিত্তিতে বাড়ি যেতে হচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও নেত্রকোনার কোনো বাস পেলাম না। এনা পরিবহনের ময়মনসিংহের একটি বাস ছাড়ছে। ওই বাসে করে ময়মনসিংহ যাচ্ছি। ময়মনসিংহ থেকে পরে নেত্রকোনায় যাব।’
মহাখালী বাস টার্মিনালের এনা পরিবহনের কাউন্টার মাস্টার ইমাম হোসেন বলেন, সব রুটেই তাঁদের গাড়ি চলছে। তবে যাত্রী অনেক কম।
যাত্রীসংকটে কোনো বাসই ছাড়তে পারেনি হানিফ পরিবহন। গাবতলী বাস টার্মিনালের হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার মোহাম্মদ বাহার প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে বসে আছি। কোনো যাত্রী নেই। তাই বাস ছাড়তে পারছি না।’
এদিকে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, অধিকাংশ কাউন্টার খোলা থাকলেও তেমন যাত্রী নেই। দু-একজন যাত্রী এলেও তাঁরা অপেক্ষা করছেন। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্তত ৩০ জন যাত্রী না পেলে কোনো বাস ছাড়বে না বলে তাঁদের জানিয়েছেন বাস কোম্পানির লোকেরা।