ভিসা জালিয়াতির মামলায় গ্রেপ্তার ৩

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ভিসা জালিয়াতির মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর ভাটারা ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগ তাঁদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার তিনজন হলেন শরিফুল ইসলাম, আবরার জাওয়ার তন্ময় ওরফে রেজাউল করিম ও আহিয়ান শিশির ওরফে কামরুজ্জামান।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, বিদেশে লোক পাঠানোর জন্য শরিফুলসহ এই প্রতারক চক্রের সদস্যরা গুলশানে অফিস নেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুলশানের ঠিকানা ব্যবহার করে পেজ খুলে তাঁরা কুয়েতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখান। বিদেশ গমনেচ্ছুক ব্যক্তিদের তাঁরা জাল ভিসা দিয়ে প্রতারণা করতেন। ভিসা জালিয়াতির মাধ্যমে বিদেশে গমনেচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে তাঁরা ১ কোটি ৩৫ লাখ ৫৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী এক ব্যক্তি গত ৭ আগস্ট প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন।