রাজধানীতে সন্ধ্যায় বৃষ্টি, পরিমাণ জানে না আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরফাইল ছবি

ইফতার শেষ হতেই হঠাৎ দমকা বাতাস। তারপর অল্প সময়ের জন্য বৃষ্টি। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায় এ চিত্র। তবে রাজধানীতে এ সময় কী পরিমাণ বৃষ্টি হয়েছে বা কত গতিতে বাতাস বয়ে গেছে—তা বলতে পারছে না আবহাওয়া অধিদপ্তর।

রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের প্রধান কার্যালয়। সেখানে বৃষ্টির পরিমাণ ও বাতাসের গতি পরিমাপের সরঞ্জাম রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সন্ধ্যার পর আগারগাঁওয়ে বৃষ্টি ও বাতাস হয়নি। তাই রাজধানীতে বৃষ্টির পরিমাণ ও বাতাসের গতি পরিমাপ করা যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আগারগাঁওয়ে কোনো ঝড়-বৃষ্টি হয়নি। সুতরাং, ঢাকায় কী পরিমাণ বৃষ্টি হয়েছে তা বলতে পারব না। বৃষ্টি ও বাতাস হয়ে গেছে ঢাকার অন্য অংশ দিয়ে। আমার স্টেশনে বৃষ্টি পড়ে নাই।’

আজ সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দেখা যায়, দমকা বাতাসে রাস্তার ময়লা আবর্জনা উড়ছে। ধুলার কারণে বাইরে থাকা লোকজন এদিক–সেদিক ছোটাছুটি শুরু করেন। এরপর অল্প সময় বৃষ্টি ঝরে। এতে পথঘাট হালকা ভিজে যায়। বৃষ্টি এড়াতে রাস্তায় থাকা লোকজন বিভিন্ন ছাউনির নিচে আশ্রয় নেন। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায়ও হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে।

আজ সন্ধ্যা ছয়টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও খুলনা বিভাগ দু-এক জায়গায় অস্থায়ী দমকা বাতাসসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন