লালমাটিয়ায় ভিন্ন অভিব্যক্তির দুই প্রদর্শনী শুরু

কলাকেন্দ্রে মা ও ছেলের যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ‘দ্বৈবিধ্য’–এর উদ্বোধনী অনুষ্ঠানে (বাঁ থেকে) আবু কালাম শামসুদ্দিন, শিশির ভট্টাচার্য, সৈয়দ আবুল বার্‌ক্‌ আলভী, সালমা জাকিয়া, নিসার হোসেন, তাহরিন আমান ও ওয়াকিলুর রহমান। লালমাটিয়া, ঢাকা, ১৯ জানুয়ারিছবি: প্রথম আলো

ছুটির দিনের বিকেলে রাজধানীর লালমাটিয়া এলাকার দুই গ্যালারি প্রাণবন্ত হয়ে উঠেছিল শিল্পী আর শিল্পানুরাগীদের উপস্থিতিতে। ভিন্ন অভিব্যক্তির দুটি প্রদর্শনী শুরু হলো কলাকেন্দ্র আর শিল্পাঙ্গন গ্যালারিতে।

কলাকেন্দ্রের প্রদর্শনীটি এক মা আর তাঁর বিশেষ চাহিদাসম্পন্ন ছেলের এক দীর্ঘ যাত্রার শৈল্পিক উপস্থাপনা। আর শিল্পাঙ্গনের আয়োজন দেশের খ্যাতিমান শিল্পীদের জলরঙের চিত্রকলা।

দ্বৈবিধ্য: মা ও সন্তান, অবিচ্ছেদ্য সংযোজন

লালমাটিয়ার ডি ব্লকের ৯/৪ কলাকেন্দ্রে শিল্পী সালমা জাকিয়া বৃষ্টি ও তাঁর ছেলে মাশরাফি আভিনের ‘দ্বৈবিধ্য’ শীর্ষক প্রদর্শনী একেবারেই ভিন্ন ধরনের। প্রদর্শনীর কিউরেটর ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক আবু কালাম শামসুদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী সৈয়দ আবুল বার্‌ক্‌ আলভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, শিল্পী অধ্যাপক শিশির ভট্টাচার্য, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান চাইল্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান তারহিন আমান। স্বাগত বক্তব্য দেন কলাকেন্দ্রের পরিচালক শিল্পী ওয়াকিলুর রহমান।

শিল্পী সালমা জাকিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের স্নাতক। তিনি মূলত বিমূর্ত ধারায় কাজ করেন। তিন দশক ধরে স্বাধীনভাবে শিল্প চর্চা করছেন। ২০১৮ সালে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীতে গ্র্যান্ড পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। আবিন তাঁর দ্বিতীয় সন্তান। তিনি জানালেন, আবিনের বয়স এখন ১৭ বছর। ওর ১৮ মাস বয়স থেকেই অটিজমের লক্ষণগুলো ধরা পড়ে। পাশাপাশি তার মনঃসংযোগের ঘাটতি ও অতিমাত্রায় চঞ্চলতা রয়েছে। তিনি নিজে ছবি আঁকার পাশাপাশি আবিনকে দুই বছর বয়স থেকে রেখা টানা, রং করা এসব একটু একটু করে শিখিয়েছেন। মায়ের আঁকা দেখে আবিন আঁকে। সালমা জাকিয়া চেয়েছেন নিজের শিল্পচর্চার পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের মনের স্থিরতা ও মানসিক বিকাশের একটা উপায় তৈরি করা। সেই প্রচেষ্টায় মা ও ছেলের দীর্ঘ ১৫ বছরে শিল্পের পথে যাত্রার পরিচয় দর্শকেরা পাবেন এই প্রদর্শনীতে।

শিল্পাঙ্গন গ্যালারিতে ‘জলরঙে রেখায়’ শীর্ষক প্রদর্শনীতে (বাঁ থেকে) বিশেষ অতিথি অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন, সাংবাদিক জ ই মামুন ও শিল্পী সোহাগ পারভেজ শিল্পকর্ম দেখছেন। লালমাটিয়া, ঢাকা, ১৯ জানুয়ারি
ছবি: প্রথম আলো

অতিথি ও আয়োজকেরা বলছিলেন, ‘আমাদের দেশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে সামাজিক প্রতিবন্ধকতা ও প্রাতিষ্ঠানিক সুযোগের অভাব রয়েছে। তাদের এগিয়ে যেতে সহায়ক এ ধরনের আয়োজন আরও হওয়া প্রয়োজন।’ প্রদর্শনী ২৯ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।

‘জলরঙে রেখায়’

বাংলার সবুজ-সজল নিসর্গ নয়নাভিরাম রূপে জলরঙে তুলে এনেছেন দেশের খ্যাতনামা প্রবীণ শিল্পী ও নবীন প্রজন্মের সম্ভাবনাময় শিল্পীরা। তাঁদের শিল্পকর্ম নিয়ে ‘জলরঙে রেখায়’ শীর্ষক যৌথ প্রদর্শনী আজ সন্ধ্যায় শুরু হলো লালমাটিয়ার ডি ব্লকের ২/৮ বাড়ির শিল্পাঙ্গন গ্যালারিতে। প্রদর্শনী উদ্বোধন করেন বরেণ্য শিল্পী হামিদুজ্জামান খান ও অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন।

পাহাড়, অরণ্য, নদী, নৌকা, মাছ ধরা, উড়ে চলা বকের ঝাঁক, গ্রামীণ জনপদ, খালের ওপর সরু বাঁশের সাঁকোর মতো অনেক চেনা দৃশ্যই দর্শকেরা দেখতে পাবেন শিল্পীদের আঁকায়।

প্রদর্শনীতে ১২ জন শিল্পীর ৪৭টি শিল্পকর্ম রয়েছে। শিল্পীরা হলেন হামিদুজ্জামান খান, অলকেশ ঘোষ, শহিদ কবির, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, কারু তিতাস, আজমীর হোসেন, সোহাগ পারভেজ, জিয়াউর রহমান, আবদুল্লাহ আল বশির, আল আখির সরকার ও নবরাজ রায়।

এই প্রদর্শনী চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। খোলা থাকবে রোজ বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।