ঢাকার হেয়ার রোডে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, দুই শিক্ষার্থী আহত

রাজধানীর হেয়ার রোড
ছবি: গুগল ম্যাপ

রাজধানীর রমনা এলাকার হেয়ার রোডে গাড়ির ধাক্কায় একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে। আহত দুজন এবার এসএসসি পাশ করে কলেজে ভর্তির অপেক্ষায় আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

হেয়ার রোড মন্ত্রীপাড়া হিসেবে পরিচিত। মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়া ওই গাড়িটি একজন প্রতিমন্ত্রীর বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে পুলিশ তা নিশ্চিত করেনি।

আহত দুজন হলেন, মো. আবিরুজ্জামান ওরফে অভি (১৮) এবং তাঁর বন্ধু মো. তাফসিরুল (১৮)। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ধাক্কা দেওয়া গাড়িতে করেই দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের বাসায় নিয়ে যাওয়া হয়।

আহত আবিরুজ্জামানের বাবা আরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে তার এক বন্ধুকে নিয়ে বেরিয়েছিল। রাত ১০টার দিকে বাসায় না ফেরায় আমি ছেলেকে ফোন করি। সে ফোন না ধরায় আমি তার বন্ধু তাফসীরুলকে ফোন দেই। তাফসীরুলের ভাই ফোন ধরে আমাকে দুর্ঘটনার বিষয়টি জানায়।’

আরিফুজ্জামান আরও বলেন, ‘আমি ঢাকা মেডিকেলে গিয়ে দেখি ছেলের চিকিৎসা চলছে। তার মাথা ও গালে আঘাত লেগেছে। আর তার বন্ধুর একটি হাড় ভেঙে গেছে বলে শুনেছি। রাত সাড়ে ১১টার দিকে মেডিকেল থেকে দুজনকে বাসায় নিয়ে এসেছি।’

আরিফুজ্জামান বলেন, তাঁর ছেলে কথা বলতে পারছেন না। তাই কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা জানতে পারছেন না। পুলিশও এ বিষয়ে তাঁকে কিছু জানায়নি।

জানতে চাইলে রমনা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘গাড়ির সঙ্গে মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটেছে। আহতদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দিয়ে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি।’

মোটরসাইকেলে ধাক্কা দেওয়া গাড়িটি প্রতিমন্ত্রীর ছিল কি না জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।