প্রকাশিতব্য বই পুলিশের কাছ থেকে অনুমোদনে কোনো পরামর্শ বা সিদ্ধান্ত হয়নি: ডিএমপি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)ছবি: ডিএমপির ফেসবুক থেকে নেওয়া

প্রকাশিতব্য বই নিয়ে পুলিশের কাছ থেকে অনুমোদন-সংক্রান্ত কোনো পরামর্শ বা সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিংবা এই বিষয়ে কিছু বলা হয়নি। আজ শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। লেখালেখির মতো সৃজনশীল কর্মকাণ্ডকে সব সময় উৎসাহিত করা হয়, মুক্ত মনের চর্চা ও বিকাশের পরিবেশকে স্বাগত জানায়। অহেতুক ভুল ব্যাখ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গতকাল বইমেলা প্রাঙ্গণে অমর একুশে বইমেলা-২০২৫ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে ডিএমপি। তখন এক সাংবাদিকের প্রশ্নের আলোকে মেলায় প্রকাশিত বই যাচাই-বাছাই সম্পর্কে উত্থাপিত প্রশ্নের জবাবে বাংলা একাডেমির দৃষ্টি আকর্ষণ করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বা কোনো উসকানি রয়েছে, এমন বই প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য বাংলা একাডেমিকে অনুরোধ করা হয়। এর আগে বইমেলা আয়োজনে প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনায় বিষয়টি উপস্থাপন করা হয়। প্রকৃতপক্ষে প্রকাশিতব্য বই ভবিষ্যতে পুলিশ কর্তৃক ভেটিং বা অনুমোদন-সংক্রান্ত কোনো পরামর্শ বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বা [এই প্রসঙ্গে কিছু] বলা হয়নি।

এর আগে সকালে জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘গণমাধ্যমে একটা সংবাদ ভুল-বোঝাবুঝি সৃষ্টি করছে। পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হচ্ছে, বই ছাপানোর আগে বাংলা একাডেমি বা পুলিশকে পড়তে দেওয়া উচিত। এটা অবিশ্বাস্য, এটা হাস্যকর। আমাদের সরকারের নীতিমালার আশপাশেই নেই।’

আরও পড়ুন