কুড়িলের উড়ালসড়কে বাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
রাজধানীর কুড়িল এলাকায় উড়ালসড়কে বাসের ধাক্কায় আকিকুল ইসলাম (৩৫) নামের একজন ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আকিকুলের দূরসম্পর্কের আত্মীয় মামুন মিয়া বলেন, একটি বাসের ধাক্কায় ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন আকিকুল। পথচারীরা তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আকিকুলের লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলক্ষেত থানাকে জানানো হয়েছে। তাঁরা পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন।
হাসপাতাল সূত্র জানায়, আকিকুল ইসলামের বাবার নাম আতর আলী। বাড়ি ময়মনসিংহ ধোবাউড়া উপজেলায়। কুড়িল এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।