বিড়ালের জন্য ফাঁদ পেতে আজকের মতো উদ্ধারকাজ শেষ করল ডিএনসিসি
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (দ্রুতগতির উড়ালসড়ক) নিচে বিমে আটকে পড়া বিড়ালকে উদ্ধারে ফাঁদ পেতে উদ্ধারকাজ আজকের মতো শেষ করল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চেষ্টা করেও বিড়ালটিকে উদ্ধার করতে ব্যর্থ হন। আগামীকাল রোববার আবারও উদ্ধারের চেষ্টা করা হবে।
রাজধানীর মহাখালী উড়ালসড়কের ঠিক ওপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ওই বিড়াল আটকে আছে। খবর পেয়ে এটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ঢাকা উত্তর সিটির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, সন্ধ্যা ছয়টার দিকে মহাখালী উড়ালসড়কের ওপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে একটি বিমের বর্ধিত অংশে প্রথমে একটি হাইড্রোলিক লেডারের সাহায্যে আটকে পড়া বিড়ালটিকে উদ্ধারের চেষ্টা শুরু হয়। কিন্তু বিড়ালটি ভয় পেয়ে সরে যাচ্ছিল। পরে সেখানে আরেকটি লেডার নিয়ে যাওয়া হয়।
ঢাকা উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন প্রথম আলোকে মুঠোফোনে বলেন, বিকেলের দিকে আটকে থাকা বিড়ালটিকে দেখতে পেয়ে নগরবাসীর কেউ একজন বিষয়টি ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজকে জানান। পরে তিনি বিড়ালটিকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন। বিড়ালটিকে উদ্ধারে মহাখালী উড়ালসড়কের ওপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে একটি বিমের বর্ধিত অংশে একটি লেডার যন্ত্র ওঠানো হয়েছে। ওই লেডারে করে সিটি করপোরেশনের দুই কর্মী ওপরে গিয়ে বিড়ালটিকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু বিড়ালটি ভয় পেয়ে দূরে সরে যেতে দেখা যায়। পরে আরেকটি লেডার দিয়েও চেষ্টা চালানো হয়।
মকবুল হোসাইন আরও বলেন, রাত ১০টা পর্যন্ত এ চেষ্টা চলে। পরে বিড়ালটিকে ধরতে একটি ফাঁদ পাতা হয়। ফাঁদের মধ্যে খাবার দিয়ে রাখা হয়েছে। রাতের মধ্যে বিড়ালটি খাবার খেতে এলে এই ফাঁদে আটকা পড়বে। সকালে আবার উদ্ধারকাজ শুরু হবে।
ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা বলছেন, বিড়ালটি এত ওপরে কীভাবে গেল ও আটকা পড়ল, সেটাই খুব আশ্চর্যের বিষয়। কেউ হয়তো বিড়ালটিকে গাড়িতে করে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছেন। সেখান থেকেই বিড়ালটি নিচে নামতে গিয়ে আটকে যেতে পারে।