পয়লা বৈশাখ উদ্‌যাপন, চলছে শেষ সময়ের মহড়া

নতুন বছরকে বরণ করতে চলছে সুরের ধারার হাজার কণ্ঠে বর্ষবরণ উৎসবের মহড়াছবি: সুরের ধারার সৌজন্যে।

এক দিন পরই পয়লা বৈশাখ। শুরু হবে বাংলা ১৪৩১ সাল। আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নতুন বাংলা বছরকে বরণ করে নিতে শেষ সময়ে চলছে বিভিন্ন সাংস্কৃতিক চর্চাকেন্দ্র ও সংগঠনের মহড়া।

সাংস্কৃতিক চর্চাকেন্দ্র ছায়ানটের শিল্পীরা রমনা বটমূলে সুরের মাধুরীতে বরণ করবেন নতুন বছরকে। আজ শুক্রবার বিকেলে মহড়া হয়েছে ছায়ানটের ধানমন্ডি কার্যালয়ে। আগামীকাল শনিবার সকালে রমনা বটমূলে অনুষ্ঠিত হবে চূড়ান্ত মহড়া।

এদিকে সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারার মহড়াও চলছে। বর্ষবরণে সুরের ধারার ‘হাজার কণ্ঠে বর্ষবরণ’ উৎসব হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। শুক্রবার বিকেলে রাজধানীর লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠের মহড়ায় উপস্থিত ছিলেন শিল্পীরা।

সুরের ধারার শিক্ষক কেশব সরকার প্রথম আলোকে জানালেন, শেষ সময়ে মহড়া চলছে পুরোদমে। আগামীকাল সকালে মাঠে মহড়ার পর বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে চূড়ান্ত মহড়া।

কেশব সরকার বললেন, আগামীকাল দুই দফায় অনুশীলনের পর আর বাড়ি ফেরার সময় থাকবে কি না, বলা যাচ্ছে না। এমনও হতে পারে, একেবারে হাজার কণ্ঠের গানে বর্ষবরণ শেষ করে তারপর ফেরা সম্ভব হবে আয়োজকদের।

বাংলা বর্ষবরণ উপলক্ষে ছায়ানটের শিল্পীদের অনুশীলন চলছে নিয়মিত। রোববার সকালে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি–ভবনে
ছবি: তানভীর আহাম্মেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির কাজ। মঙ্গল শোভাযাত্রার আহ্বায়ক সাদিত সাদমান প্রথম আলোকে বলেন, বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টা থেকে। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। তৈরি করা হচ্ছে মুখোশ, পুতুল, চাকাসহ দেশি ঐতিহ্যের বিভিন্ন প্রতীক। শিক্ষার্থীরা রংতুলি, কাগজ, বাঁশ, বেত, চাটাই নিয়ে কাজ করছেন ভাগে ভাগে। মঙ্গল শোভাযাত্রার পোস্টার তৈরির জন্য যে কর্মশালা আয়োজিত হয়েছিল, তা থেকে ৪০ জন শিল্পীর আঁকা পোস্টার নিয়ে বিশেষ প্রদর্শনী হবে শনিবার দুপুরে। চারুকলা অনুষদে এই আয়োজনের উদ্বোধনের পর মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে কথা বলবেন অতিথিরা। বর্ষবরণের আগের দিন শনিবার চারুকলায় রয়েছে লোকগানের পরিবেশনা।

শনিবার সন্ধ্যায় চারুকলার বকুলতলায় রয়েছে চৈত্রসংক্রান্তির সাংস্কৃতিক আয়োজন। চারুকলার শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পালন করবেন বাংলা বছরের শেষ দিনটি।

সুর, তাল বা লয়ের সামান্য হেরফের হলে আবার প্রথম থেকে শুরু হচ্ছে গান। মহড়ায় নির্দেশনা দিচ্ছেন ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। রবিবার ধানমন্ডির ছায়ানট কার্যালয়ে মহড়া শুরু হয়েছে সকালে
ছবি: তানভীর আহাম্মেদ

রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজার ও তাঁতীবাজারের বাসিন্দারা পঞ্জিকা অনুসারে কেউ কেউ শুক্রবার পালন করছেন চৈত্রসংক্রান্তি। আগামীকাল তাঁরা বরণ করবেন বাংলা নতুন বছরকে। লক্ষ্মীবাজারের বাসিন্দা আরমান হোসেন প্রথম আলোকে বললেন, প্রতিবছরের মতো এবারও চড়কপূজা হচ্ছে। পঞ্জিকা মেনে আজ চৈত্রসংক্রান্তি পালন করলেও অনেকে আবার পালন করবেন আগামীকাল; অর্থাৎ শুক্র ও শনি দুই দিনই চৈত্রসংক্রান্তির আয়োজন আছে।