জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্রের দাবি
জুলাই গণহত্যার বিচার ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জুলাই ঐক্য নামের একটি প্ল্যাটফর্ম। জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়েছে তারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
বৃহস্পতিবার রাতে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পর্যন্ত মিছিল হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, সরকার বারবার ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করেছে। জুলাই ঘোষণাপত্র কোন দেশ থেকে লেখা হচ্ছে তা সরকারকে স্পষ্ট করতে হবে। বাংলাদেশের ছাত্র–জনতা কোনো দূতাবাসের লেখা গ্রহণ করবে না।
জুলাই ঐক্যের আরেক সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এ বি জুবায়ের বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে মোটাদাগে আমাদের চাওয়া–পাওয়া ছিল গণহত্যার বিচার, জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু সুশীলতার পাল্লায় পড়ে প্রতিটি সেক্টরে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার।’
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন জুলাই ঐক্যের সংগঠক প্লাবন তারিক, ইসরাফিল ফরাজী, মাকসুদ রহমান প্রমুখ।