ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে ঢুকে ভাঙচুর-অগ্নিসংযোগ

ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ চলার মধ্যে ঢাকা কলেজ-সংলগ্ন টিচার্স ট্রেনিং কলেজে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন এক দল ব্যক্তি। আজ মঙ্গলবার সন্ধ্যায়ছবি: তানভীর আহাম্মেদ

রাজধানীর ঢাকা কলেজ–সংলগ্ন টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রাবাসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। কলেজের অধ্যক্ষ রিজিয়া সুলতানা আজ মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়ে বলেছেন, ‘আমি অরক্ষিত ও নিরাপত্তাহীন। আমাকে সহযোগিতা করুন।’

অধ্যক্ষ রিজিয়া সুলতানা জানান, সন্ধ্যায় একদল হামলাকারী কলেজের প্রধান ফটক ভেঙে টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গণে ঢুকে পড়ে। তারা কলেজ প্রাঙ্গণে থাকা একটি গাড়ি ভাঙচুর করে ও একটি মোটরসাইকেলে আগুন দেয়। একপর্যায়ে তারা ছাত্রাবাসের নিচে ও দোতলায় ভাঙচুর এবং পরে আগুন ধরিয়ে দেয়। তারা চতুর্থ শ্রেণির কর্মচারীদের কোয়ার্টারেও হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

এ সময় যোগাযোগ করেও পুলিশের সহযোগিতা পাওয়া যায়নি জানিয়ে রিজিয়া সুলতানা বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে একজন পুলিশ সদস্যও আসেননি। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বেলা দুইটা থেকে বিভিন্ন জায়গায় ফোন করলেও কেউ সহযোগিতায় এগিয়ে আসেনি।’

হামলাকারীরা টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গণে থাকা এই গাড়িতে ভাঙচুর চালান। আজ মঙ্গলবার সন্ধ্যায়
ছবি: তানভীর আহাম্মেদ

এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সন্ধ্যা ছয়টার পর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ বিজিবিকে সঙ্গে নিয়ে ভেতরে গেছে। সেখানে বিক্ষোভকারীরা ছাত্রাবাসে অগ্নিসংযোগ করেছেন বলে তাঁরা জানতে পেরেছেন।

সন্ধ্যায় যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার প্রথম আলোকে বলেন, টিচার্স ট্রেনিং কলেজের বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস গাড়ি নিয়ে সেখানে যায়। তবে ফায়ার সার্ভিস কলেজে ঢোকার চেষ্টা করলে উচ্ছৃঙ্খল ব্যক্তিরা বাধা দেন। সে কারণে গাড়ি যেতে পারেনি।

ঘটনাস্থলে থেকে প্রথম আলোর প্রতিবেদকের দেওয়া তথ্য অনুযায়ী বিজিবি টিচার্স ট্রেনিং কলেজের ভেতরে ঢোকার চেষ্টা করলে বিক্ষোভকারীদের ধাওয়ার মুখে তারা পিছু হটে। সেখানে পাল্টাপাল্টি ধাওয়া হচ্ছে। কিছুক্ষণ পরপর টিচার্স ট্রেনিং কলেজের পাশে ঢাকা কলেজের দিকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।