উচ্ছেদের প্রতিবাদে হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
পুরান ঢাকার বংশালের আগাসাদেক রোডের পাশের মিরনজিল্লা কলোনিতে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ করছে হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীরা। তারা স্কুলের পোশাক পরে বিক্ষোভ দেখাচ্ছে। উচ্ছেদের প্রতিবাদে স্লোগান দিচ্ছে।
মিরনজিল্লার একটি অংশর আধুনিক কাঁচাবাজার নির্মাণ করতে চায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ জন্য সেখানে থাকা স্থাপনা উচ্ছেদে গতকাল সোমবার গিয়েছিলেন সংস্থাটির কর্মকর্তারা। তাঁরা হরিজন সম্প্রদায়ের তীব্র আপত্তি ও বাধার মুখে পড়েন। পরে তাঁরা একটি দেয়াল ও কয়েকটি স্থাপনা ভেঙে চলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে শতাধিক পুলিশ সদস্য নিয়ে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মিরনজিল্লা কলোনিতে যান। সঙ্গে দেখা যায় স্থাপনা অপসারণের বিভিন্ন সরঞ্জাম। তবে শিক্ষার্থীসহ হরিজন সম্প্রদায়ের প্রতিবাদের কারণে বেলা তিনটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত উচ্ছেদ অভিযান শুরু করতে পারেনি দক্ষিণ সিটি।
হরিজন সম্প্রদায়ের বাসিন্দারা বলছেন, ব্রিটিশ আমল থেকেই তাঁরা এখানে বসবাস করে আসছেন। এখন তাঁদের পুনর্বাসন না করেই দক্ষিণ সিটি উচ্ছেদ করে দিচ্ছে। তাঁরা এই অভিযান বন্ধের দাবি জানাচ্ছেন।
মিরনজিল্লা কলোনিতে দক্ষিণ সিটির অনেক পরিচ্ছন্নতাকর্মী বসবাস করেন। এমন ৬০ জন পরিচ্ছন্নতাকর্মীকে ইতিমধ্যে নতুন ভবনে থাকার ব্যবস্থা করেছে দক্ষিণ সিটি।
মিরনজিল্লা কলোনির যে অংশটি ভেঙে দক্ষিণ সিটি আধুনিক কাঁচাবাজার করতে চায়, সেখানে অন্তত ১০০ পরিবার বসবাস করছে।
দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, মিরনজিল্লা কলোনিতে ৩ দশমিক ২৭ একর জমি রয়েছে। এর মধ্যে ২৭ শতাংশ জমিতে আধুনিক কাঁচাবাজার নির্মাণ করা হবে। এই ২৭ শতাংশের মধ্যে অর্ধেকের মতো জায়গায় আগে থেকেই কাঁচাবাজার ছিল। বাকি অর্ধেক জায়গায় হরিজন সম্প্রদায়ের লোকজন বসবাস করছেন। সেই অংশটি অপসারণ করা হবে। ক্ষতিগ্রস্ত লোকজনকে পাশের একটি জায়গায় থাকার ব্যবস্থা করার বিষয়ে আলোচনা চলছে।