হাজারীবাগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যাটারিচালিত রিকশাচালকের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক অটোরিকশাচালক নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। তবে তাঁর পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২০ বছর।

আজ মঙ্গলবার ভোরে হাজারীবাগের শিকদার মেডিকেল কলেজের পাশে এই ঘটনা ঘটে।

নিজেকে প্রত্যক্ষদর্শী দাবি করে মো. সুমন নামে এক যুবক বলেন, কয়েকজন ছিনতাইকারীরা একজন ব্যাটারিচালিত অটোরিকশার চালককে হত্যার চেষ্টা করছিল। এ সময় তিনি (রিকশাচালক) চিৎকার করছিলেন। পরে সুমন নিজেও চিৎকার শুরু করলে কয়েকজন এগিয়ে আসেন। এ সময় ছিনতাইকারীরা পালিয়ে যায়।

মো. সুমন আরও বলেন, গুরুতর আহত অবস্থায় ওই রিকশাচালককে কয়েকজন মিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, ওই ব্যক্তি মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মাসুদ মিয়া প্রথম আলোকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।