রাজধানীর হাজারীবাগে চামড়ার কারখানায় আগুন, এক ঘণ্টা পর নিভল

আগুন
প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগে চামড়ার একটি কারখানায় আজ শুক্রবার আগুন লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নেভায়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, আজ সকাল ১০টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করেন। বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নেভানো হয়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ‘আগুন নেভাতে আমাদের দুটি ইউনিট কাজ করেছে।’

কারখানাটিতে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে পুরান ঢাকার নবাবপুর মার্কেটের পাশের একটি গুদামঘরে আগুন লেগেছিল। এই ১২ ঘণ্টার ব্যবধানে পুরান ঢাকায় আবার আগুনের ঘটনা ঘটল।