সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে করা মামলা খারিজ

২০২০ সালের ৮ ডিসেম্বর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২–এ উচ্ছেদ অভিযান ঠেকাতে রাস্তায় অবস্থান নিয়েছিলেন দোকানিরা
ফাইল ছবি

নকশাবহির্ভূত দোকান বরাদ্দ দিয়ে ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে করা মামলাটি খারিজ করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আজ বুধবার এ আদেশ দেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী খন্দকার মোজাম্মেল হোসেন।

মামলায় সাঈদ খোকন ছাড়া যে ছয়জনকে আসামি করা হয়, তাঁরা হলেন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, সাবেক উপসহকারী প্রকৌশলী মো. মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান ও ওয়ালিদ।

মামলা খারিজের আদেশে আদালত বলেছেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে আদালতে ৯ মে প্রতিবেদনে জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রতিবেদনে জমা দেওয়ার পর অভিযোগকারী পক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। অভিযোগকারী গত পাঁচটি শুনানির সময় আদালতে অনুপস্থিত ছিলেন। ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারার বিধানমতে মামলাটি খারিজ করা হলো বলে আদেশে উল্লেখ করেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক এ জেড এম মনিরুজ্জামান তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, মামলার বাদীর ব্যাংক হিসাব থেকে সাবেক মেয়র সাঈদ খোকনসহ অন্য আসামিদের ব্যাংক হিসাবে ৩৪ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৫৭৫ টাকা জমা দেওয়ার কোনো সত্যতা পাওয়া যায়নি।

নকশাবহির্ভূত দোকান বরাদ্দ দিয়ে ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে ২০২০ সালের ২৯ ডিসেম্বর মামলা করেন ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন। পরে আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।  

মামলার আরজিতে বাদী দেলোয়ার দাবি করেন, ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনসহ অন্য আসামিরা পরস্পর যোগসাজশে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এ নকশাবহির্ভূত স্থাপনা তৈরি করে দোকান বরাদ্দের ঘোষণা দেন। এর মাধ্যমে আসামিরা ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

শেখ ফজলে নূর তাপস ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর নানা অভিযোগে করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তার পদ থেকে ইউসুফ আলী সরদারকে চাকরিচ্যুত করেন। পরে উপসহকারী প্রকৌশলী মো. মাজেদকেও অনিয়মের দায়ে চাকরিচ্যুত করা হয়।

নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে ৮ ডিসেম্বর থেকে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এ অভিযান চালাচ্ছে ডিএসসিসি। অভিযানের প্রথম দিন দোকানিরা পুলিশ ও করপোরেশনের কর্মকর্তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছিলেন।

ডিএসসিসি বলছে, এই মার্কেটে নকশা অনুযায়ী ২ হাজার ২৮২টি দোকান ছিল। গত কয়েক বছরে সেখানে নকশাবহির্ভূত ৯১১টি দোকান তৈরি করা হয়েছে। অবশ্য করপোরেশনেরই কয়েকজন কর্মকর্তা বলেছেন, এই মার্কেটে নকশাবহির্ভূত দোকানের সংখ্যা দেড় হাজারের মতো হবে।

আরও পড়ুন