ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে স্ত্রীকে পেটানোর অভিযোগ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন
ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন তাঁর স্ত্রী।

আল আমিনের বিরুদ্ধে তাঁর স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। আজ বৃহস্পতিবার তিনি থানায় এসে এ অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ক্রিকেটার আল আমিন হোসেন স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রীর দেওয়া অভিযোগের তদন্ত চলছে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে মামলা হবে।’

ইসরাত জাহান বলেন, গত ২৫ আগস্ট আল আমিন তাঁকে মারধর করেন। এ জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘তবে আমি আপস করতে চাই, সংসার করতে চাই।’

ক্রিকেটার আল আমিন ও ইসরাত দম্পতির দুই সন্তান রয়েছে। তারাও আজ মায়ের সঙ্গে মিরপুর থানায় যায়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আল আমিন হোসেন প্রথম আলোকে বলেন, ‘এটা নিজেদের মধ্যে ভুল–বোঝাবুঝি। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি হতেই পারে। বিষয়টি আমরা মিটমাট করে ফেলেছি।’