শনিবার ছায়ানটে দেশঘরের গান
আগামী শনিবার দিনব্যাপী দেশঘরের গানের অনুষ্ঠান আয়োজন করেছে ছায়ানট। সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ওয়াহিদুল হকের স্মরণে এই আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল দশটায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান উদ্বোধন করবেন বিশিষ্ট লোকসংগীত শিল্পী কানন বালা সরকার।
এবারের আয়োজনে থাকবে কিচ্ছাপালা ও আঞ্চলিক গান। জামালপুরের ইদু বয়াতি ও তাঁর দলের শিল্পীরা পরিবেশন করবেন কিচ্ছাপালা। নিজ নিজ এলাকার আঞ্চলিক গান শোনাবেন পটুয়াখালীর বাদল রহমান, খুলনার গুরুপদ গুপ্ত, হবিগঞ্জের বিমলেন্দু দাশ ও ময়মনসিংহের জয়িতা অর্পা। অনুষ্ঠানটি সংগীতানুরাগীদের জন্য উন্মুক্ত।