ঢাকার ডেমরায় বাসের চাপায় প্রাণ গেল রিকশাচালকের

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

রাজধানীর ডেমরা এলাকায় বাসের নিচে চাপা পড়ে জায়েদ হোসেন (৫৫) নামের এক রিকশাচালক মারা গেছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে ডেমরার সুলতানা কামাল সেতুর নিচে লতিফ বাউনি জুট মিলসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সাইমুন হাসান বলেন, সোমবার সকালে রিকশাচালক জায়েদ হোসেন স্টাফ কোয়ার্টার থেকে সুলতানা কামাল সেতুর নিচ দিয়ে আসছিলেন। সেই সময় দ্রুতগতির বাসটি স্টাফ কোয়ার্টারের দিকে যাওয়ার সময় রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে চালক মারা যান। সন্ধ্যায় মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জায়েদের ভাতিজি রানু আক্তার বলেন, সকালে তাঁর ফুফা জায়েদ হোসেন রিকশা নিয়ে কাজে বের হন। দুপুরে স্থানীয় পুলিশের মাধ্যমে খবর পান তিনি সড়ক দুর্ঘটনার মারা গেছেন।

পারিবারিক সূত্র জানায়, নিহত জায়েদ হোসেনের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পশ্চিম খোয়া গ্রামে। তাঁর বাবার নাম সৈকত আলী। বর্তমানে ডেমরার সারুলিয়া এলাকায় থাকতেন। তাঁর তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।