ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর পূর্ব রামপুরার একটি বাসা থেকে আজ শনিবার বিকেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সৈয়দ আরিফ আহমেদ (২১)। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান বলেন, রামপুরা পুরাতন পুলিশ ফাঁড়ির পাশে একটি পাঁচতলা ভবনের চারতলায় থাকতেন আরিফ। বাসার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে রাখা হয়েছে।
পুলিশ বলছে, আরিফের মা ও একমাত্র বোন অসুস্থ ছিলেন। এসব নিয়ে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এসআই মমিনুর রহমান বলেন, দুদিন আগে আরিফ আহমেদের মা রেবেকা বেগম ও বোন সৈয়দা ফেরদৌসী (ইদ মনি) ফরিদপুরে আত্মীয়র বাসায় যান। বাসায় সৈয়দ আরিফ একা ছিলেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, তাঁর মা ও বড় বোন অসুস্থ। এসব নিয়ে তাঁর মধ্যে হতাশা ছিল।
হাসপাতাল সূত্র জানায়, আরিফের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার মাজাইল গ্রামে। তাঁর বাবা মৃত আখতার আহমেদ। দুই ভাই–বোনের মধ্যে তিনি ছোট ছিলেন।