বিএনপি ২০০৯ সালের নির্বাচন সুষ্ঠু না হওয়ার অভিযোগ তুলেছিল জানিয়ে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সারাজীবন গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার আদায়ের জন্য লড়েছে। কিন্তু বিএনপি তত্ত্বাবধায়ক সরকার অপব্যবহার করে সুবিধা নিয়েছে। এই দেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসার সুযোগ নেই।

রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘ঐতিহাসিক ৭ মার্চ’ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এই সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, ১৯৪৭–১৯৭১ পর্যন্ত আমাদের মাথাপিছু আয় ১৪০ ডলার পার হয়নি। হতদরিদ্র দেশটিকে বঙ্গবন্ধু ধ্বংসস্তূপ থেকে বের করে আনার পর ১৯৭২ সালে আমাদের মাথাপিছু আয় ২৩৪ ডলার হয়েছিল। এরপরে আওয়ামী লীগের সরকার ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় এসে ৬০০ ডলার নিয়ে যাত্রা শুরু করে, যা ১৪ বছর পরে বর্তমানে ২৮১০ ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ এখন শিক্ষা, প্রযুক্তি, বাসস্থান, খাদ্যসহ সবকিছুতে স্বয়ংসম্পূর্ণ।

মন্ত্রী বলেন, বিসিএসে ছাত্রলীগের ছেলেরাই বেশি থাকবে কারণ এই সংগঠনের মতো বড় সংগঠন দেশে নেই। ছাত্রলীগের প্রতিটি নেতা–কর্মী দক্ষ এবং যোগ্য।

জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার হোসাইনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপাচার্য ইমদাদুল হক, কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ।