বাফওয়া ও নভোএয়ারের চুক্তি সই

বাফওয়া ও নভোএয়ারের মধ্যে একটি চুক্তি সই হয়েছে
ছবি: আইএসপিআর

প্রথমবারের মতো বেসরকারি আকাশসেবা সংস্থা নভোএয়ার লিমিটেডের ২০ জন প্রশিক্ষণার্থী বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) ল্যাঙ্গুয়েজ ল্যাবে প্রশিক্ষণ নেবেন। এজন্য সোমবার বাফওয়া ও নভোএয়ারের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

এই আয়োজনে বাফওয়ার সভানেত্রী তাহমিদা হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাফওয়ার পক্ষে সভানেত্রী তাহমিদা হান্নান, সংগঠনটির কল্যাণ ও অনুষ্ঠান পরিদপ্তরের পরিচালক ও জ্যেষ্ঠ লিঁয়াজো কর্মকর্তা এয়ার কমডোর আবুল ফজল মুহাম্মদ আতিকুজ্জামান এবং নভোএয়ার লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) মফিজুর, কেবিন সেফটি অ্যান্ড সার্ভিসেস বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মুক্তা ওয়াহিদ চুক্তিতে সই করেন।

২০১৭ সালের জুলাইয়ে বাফওয়ার ল্যাঙ্গুয়েজ ল্যাব যাত্রা শুরু করে। কর্মক্ষম জনগোষ্ঠীকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের জায়গা আরও সুদৃঢ়ভাবে তৈরি করে নিতে সক্ষম করাই এই ল্যাবের লক্ষ্য। এখানে নিজ ভাষা ছাড়াও অন্যান্য ভাষা শেখানো হয়।