১১ দিন পরও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা, পাহারায় পুলিশ

কার্যালয়ের মূল ফটকে ঝুলছে তালা। সামনে ও দুই পাশে পুলিশের অবস্থান। ভেতরে রাখা চেয়ারে জমছে দলটির ঠিকানায় পাঠানো চিঠি। রাজধানীর নয়াপল্টনে আজ সকালে
ছবি: শুভ্র কান্তি দাশ

ঢাকায় বিএনপির সমাবেশের ১১ দিন পেরিয়ে গেছে। তবে এখনো রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে ঝুলছে তালা। কার্যালয়ের মূল ফটকের বাইরে পাহারায় রয়েছে পুলিশ। আজ বুধবার বেলা দুইটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় গিয়ে এই চিত্র দেখা গেছে।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে ছিল বিএনপির মহাসমাবেশ। তবে সমাবেশ কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হলে সমাবেশই পণ্ড হয়। এরপরই দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কার্যালয় ফটকে দেওয়া হয় তালা।

সংঘর্ষের ঘটনার পর থেকে সারা দেশে বিএনপির কয়েক হাজার নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বেশির ভাগই এখন কারাগারে। দলটির অনেক নেতা–কর্মী আছেন আত্মগোপনে। এরপর তিন দফায় দেশব্যাপী অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি এবং সমমনা দল ও জোটগুলো।

বিএনপি কার্যালয়ের সামনের সড়কে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান
ছবি: প্রথম আলো

তৃতীয় দফা অবরোধের প্রথম দিন আজ বুধবার। সকালে নয়াপল্টন এলাকায় গিয়ে দেখা যায়, বিএনপি কার্যালয়ের সামনে সড়কে রিকশা, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। তবে প্রাইভেট কার চলাচল খুব কম। আশপাশের বেশির ভাগ দোকানপাটও বন্ধ দেখা যায়।

আসাদ ইসলাম নামের একজন মুদি ও বেকারি ব্যবসায়ীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি প্রথম আলোকে বলেন, সার্বিক এই পরিস্থিতির কারণে ব্যবসা নিয়ে মুশকিলে পড়েছেন ব্যবসায়ীরা। বেশির ভাগ সময় দোকান বন্ধ রাখতে হয়। পরিস্থিতি বুঝে দোকান খুললেও ক্রেতা তেমন আসে না।

কার্যালয়ের সামনের সড়কে রিকশাসহ কিছু যানবাহন চললেও তা অনেক কম
ছবি: প্রথম আলো

বিএনপি কার্যালয়ের আশপাশে ভ্যানে করে পণ্য বিক্রি করেন এমন কয়েকজন ভ্রাম্যমাণ ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, ২৮ অক্টোবরের সংঘর্ষের ঘটনার পর বিএনপির কর্মীরা এই এলাকায় আসছেন না। পুলিশ সদস্যরা দিন–রাত সার্বক্ষণিক বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান করছেন।

বিএনপি কার্যালয়ের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন অর্ধশতাধিক পুলিশ সদস্য দিন ও রাতে পালা করে সেখানে সতর্ক অবস্থানে থাকেন।

বিএনপি কার্যালয়ের সামনে ও আশপাশের সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো
ছবি: প্রথম আলো

গত শনিবার বিএনপির কার্যালয়ের সামনের সড়কে লোহার কিছু ব্লক (প্রতিবন্ধক) এনে রাখা হয়। আজও গিয়ে দেখা যায়, লোহার এসব প্রতিবন্ধক এখনো কার্যালয়ের সামনের সড়কে রয়েছে।