ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকেই হলে সিট চান শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধন করেন বেশ কিছু শিক্ষার্থীছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকেই হলে আসন (সিট) চান। আজ মঙ্গলবার সকালে হলে সিটের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধন করেন বেশ কিছু শিক্ষার্থী। তাঁরা এ দাবিতে উপাচার্যকে একটি স্মারকলিপিও দিয়েছেন।

মানববন্ধনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুর্মী চাকমা বলেন, প্রথম বর্ষে সিট পাওয়া অধিকারের মধ্যেই পড়ে। এটা কোনো দয়া নয়।

ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শারাবান তাহুরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর ধরে শিক্ষার্থীদের একটা বড় অংশ রাজনৈতিক দখলদারত্বের কারণে সিট পায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আবাসিক হয়, তাহলে রাজনৈতিক দখলদারত্বের সুযোগ থাকবে না।

হলভিত্তিক সহশিক্ষামূলক কার্যক্রমে অনাবাসিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারেন না বলে জানান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানিম বিন কাইয়ুম।

প্রথম বর্ষের শিক্ষার্থী হয়ে কেন ঢাকায় বাসা ভাড়া করে থাকতে বাধ্য হবেন, এমন প্রশ্ন তোলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মেফতাহুল শৈলী। তিনি বলেন, ‘আমি একজন প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে কেন আমাকে ঢাকায় এসে বাসা ভাড়া করতে হবে? কেন আমাকে ভর্তির সময় সিট বরাদ্দ দিতে পারবে না? না পারলে কেন হল বরাদ্দ দেওয়া হচ্ছে?’

মানববন্ধনে শিক্ষার্থীরা আরও বলেন, ভর্তির সময় হল বরাদ্দ দিলেও সিট বরাদ্দ কেন দিতে পারবে না। বিশ্ববিদ্যালয় এলাকায় বেশ কিছু পুলিশ ফাঁড়ি, কর্মচারী সমিতি ভবন ও মার্কেটের কার্যক্রম চলমান রেখেছে প্রশাসন। কিন্তু আবাসন সংকট নিরসনে প্রশাসনের ভূমিকা দেখা যাচ্ছে না।