ডেমরায় ‘কিশোর গ্যাং’ সাঈদ গ্রুপের প্রধান গ্রেপ্তার

কিশোর গ্যাংপ্রতীকী ছবি

রাজধানীর ডেমরা এলাকা থেকে ‘কিশোর গ্যাং’ সাঈদ গ্রুপের প্রধান মো. সাঈদকে (৩২) চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ডেমরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, আবদুল হক নামের এক ব্যবসায়ীর কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন সাঈদ। এ ঘটনায় ওই ব্যবসায়ী বাদী হয়ে থানায় মামলা করেন। ঘটনার দিন চাঁদা তুলতে ওই ব্যবসায়ীর কাছে গেলে পুলিশ তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম প্রথম আলোকে, গত ১৩ ফেব্রুয়ারি প্রথম আলো পত্রিকায় কিশোর গ্যাং-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। এ তথ্য পর্যালোচনা করে ডেমরার কিশোর গ্যাং সাঈদ বাহিনীর প্রধানকে গ্রেপ্তারে থানা–পুলিশ অভিযান চালায়।

ওসি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সাঈদ ডেমরার আমতলা মার্কেটের বিভিন্ন দোকানে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দিলে দোকানমালিকদের বিভিন্ন ধরনের হুমকি দেন। গতকাল চাঁদাবাজির সময় তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা কিশোর গ্যাংয়ের কয়েক সদস্য পালিয়ে যায়।

পুলিশ জানায়, সাঈদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে।

আরও পড়ুন