ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে ইফতার করলেন ডিএমপি কমিশনার

ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে ইফতারে অংশ নেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আজ রাজধানীর সোনারগাঁও ক্রসিং এলাকায়ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে ইফতার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। এ সময় তিনি ছিন্নমূল মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেন। আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও ক্রসিংয়ে ইফতার করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, দায়িত্বরত থাকায় ট্রাফিক পুলিশ সদস্যদের রাস্তায়ই ইফতার করতে হয়। অন্যদের মতো তাঁরা ঘরে ইফতার করতে পারবেন না। এ ভূমিকার প্রতি সম্মান জানিয়ে ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে ইফতার করেন। এর আগে তিনি রাজধানীর বিভিন্ন সড়কে যানজট ও ট্রাফিক কার্যক্রম পরিদর্শন করেন।

পবিত্র রমজানে যানজট নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, আজ প্রথম রোজা। মহানগরীতে ২ কোটি ২৫ লাখ মানুষ বসবাস করেন। তাঁদের বেশির ভাগই কর্মস্থল থেকে বাসায় ফিরে প্রিয়জনের সঙ্গে ইফতার করবেন। ডিএমপির পক্ষ থেকে এ জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিকে আগে যে সদস্য ছিল, তার সঙ্গে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

কমিশনারের সঙ্গে ইফতারে অংশ নেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।