জাতীয় কবির সৌধে সর্বসাধারণের শ্রদ্ধা

জাতীয় কবির সমাধিতে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা। ঢাকা, ২৭ আগস্ট
ছবি: দীপু মালাকার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন সাধারণ মানুষ। আজ শনিবার কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিসৌধে ভোর থেকেই ছুটে আসেন শহরের নানা প্রান্তের মানুষ।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নজরুলচর্চাকেন্দ্রিক বিভিন্ন সংগঠন, দেশের প্রধান রাজনৈতিক সংগঠনগুলোসহ ব্যক্তিপর্যায়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা সৌধে ফুল দেওয়ার পাশাপাশি প্রাঙ্গণে আবৃত্তি, গান, কবির স্মৃতিচারণাসহ বিভিন্ন পরিবেশনা করেন।

সকাল সাতটার দিকে বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিসৌধে ভোর থেকেই ছুটে আসেন শহরের নানা প্রান্তের মানুষ। ঢাকা, ২৭ আগস্ট
ছবি: দীপু মালাকার

সকাল নয়টার দিকে আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর পক্ষেও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ আওয়ামী যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনও শ্রদ্ধা জানায়।

কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাধি প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জাতীয় কবির সমাধিতে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা। ঢাকা, ২৭ আগস্ট
ছবি: দীপু মালাকার

সমাধিতে শ্রদ্ধা জানায় কবি পরিবার, বাসদ (মার্কসবাদী), বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, বাঁশরী নজরুল চর্চা কেন্দ্রসহ নানা সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

নজরুল প্রমীলা সংসদের সহসভাপতি মোসলে উদ্দীন খান মজলিস বলেন, ‘কবি নজরুলকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করা হচ্ছে না। তাঁকে এখনো গেজেট প্রকাশের মাধ্যমে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়নি। আমরা যেভাবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সম্মান জানাই, কিন্তু তা এখনো নজরুলের প্রতি করা হয় না। সরকারিভাবে তেমন উদ্যোগ নেই। ব্যক্তি এবং বিভিন্ন সংগঠনকেন্দ্রিকভাবেই তাঁকে সম্মান জানানো হয়।’