যাত্রাবাড়ী এলাকায় সংঘর্ষের মধ্যে পড়ে রিকশাচালকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিহত রিকশাচালকের বয়স আনুমানিক ৩০ বছর।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এসেছিলেন রেজাউল ইসলাম অনিক ও সৌরভ নামের দুই পথচারী। তাঁরা এসব তথ্য জানিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে রিকশাচালক নিহতের কথা নিশ্চিত করেছেন।
পথচারী রেজাউল ইসলাম অনিক ও সৌরভ জানান, বিকেল সাড়ে চারটার দিকে যাত্রাবাড়ীর কাজলার পারের বটতলা এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছিল। সে সময় ওই রিকশাচালকের মাথায় গুলি লাগে। তিনি রাস্তায় পড়ে ছিলেন। রিকশাটি তাঁর পাশে ছিল। তাঁরা রিকশাচালককে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, মরদেহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।