গাড়ি পরিষ্কার করতে পানির সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টপ্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডিতে মো. রাফিজ ইসলাম (২৫) নামের এক প্রাইভেট কারচালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গাড়ি পরিষ্কার করতে পানির লাইনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আজ শুক্রবার ধানমন্ডি ১৯ নম্বর রোডের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। রাফিজ ওই বাড়ির একজনের ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন এবং ওই বাড়িতেই থাকতেন।

রাফিজকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন সহকর্মী আল আমিন। তিনি প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে আটটার দিকে রাফিজ গাড়ি পরিষ্কার করার জন্য পানির লাইনের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।

অচেতন অবস্থায় রাফিজকে উদ্ধার করে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. ফারুক।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ধানমন্ডি থানায় জানানো হয়েছে।

রাফিজের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাসানগঞ্জ গ্রামে। বাবার নাম আমির হোসেন।