ইউরোলজিক্যাল ক্যানসার ও কিডনি প্রতিস্থাপন নিয়ে রাজধানীতে সেমিনার
ইউরোলজিক্যাল ক্যানসার ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট বিষয়ের ওপর রাজধানীতে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগ ও ভারতের নারায়াণা হেলথের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। গত রোববার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ সেমিনারে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে রোবটিক ক্যানসার সার্জারি ও মাল্টিভেসেল কিডনি ট্রান্সপ্ল্যান্ট বিষয়ের ওপর দুই দেশের চিকিৎসকদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। নারায়াণার পক্ষ থেকে চিকিৎসক সৌরভ ভার্গব ও তারশিদ আলী জাহাঙ্গীর বক্তব্য দেন। এ আলোচনায় রোবটিক সার্জারির উপকারিতা ও মাল্টিভেসেল সার্জারি করলে ডোনারের সংখ্যা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। বিজ্ঞপ্তি