ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে আজ বৃহস্পতিবার ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান কর্মসূচিছবি: দীপু মালাকার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ‘ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলনরত নাগরিকেরা।

ঘোষণা অনুযায়ী, আন্দোলনকারীরা আগামী শনিবার (১৭ মে) সকাল ১০টায় নগর ভবন থেকে প্রেসক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করবেন।

আজ বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়।

পূর্বঘোষণা অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে অবস্থান নিতে শুরু করেন আন্দোলনকারীরা। বেলা ১১টার পর তাঁরা নগর ভবনের ভেতরে অবস্থান নেন। হাজারো অন্দোলনকারীর অবস্থান কর্মসূচি থেকে নানা স্লোগান দেওয়া হয়। এসব স্লোগানের মধ্যে ছিল ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না’, ‘জনতার মেয়র ইশরাক ভাই’, ‘আমাদের মেয়র আমরাই বানাব’ প্রভৃতি।

আরও পড়ুন

কর্মসূচি চলাকালে আন্দোলনকারীরা বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের পরও এখন পর্যন্ত ইশরাককে শপথ পড়ানো হয়নি। তাঁকে শপথ পড়াতে কেন এত দেরি হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তাঁরা।

আন্দোলনকারীরা আরও বলেন, মশামুক্ত, দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য ঢাকা গড়তে জনবান্ধব মেয়র হিসেবে ইশরাকই উপযুক্ত ব্যক্তি। তাঁকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে তাঁরা আরও কঠোর কর্মসূচি দেবেন।

আজ আন্দোলনে সংহতি জানান ডিএসসিসির অনেক সাধারণ কর্মচারী। তাঁরা কাজ বন্ধ রেখে নগর ভবনের সব ফটকে তালা লাগিয়ে অবস্থান নেন।

আরও পড়ুন

বেলা পৌনে দুইটা পর্যন্ত অবস্থান নিয়ে আন্দোলনকারীরা আজকের কর্মসূচি শেষ করেন। এর আগে গত বুধবার একই দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল।

আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের রায় ও ইসির গেজেট প্রকাশের পরও ইশরাকের শপথ নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে অভিযোগ তুলে তাঁকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গতকাল নগর ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন