ঢাকা শহরের জনসংখ্যা কত

রাজধানী ঢাকার জনসংখ্যা কত—তা নিয়ে একটা প্রশ্ন ছিল। ঢাকার দুই সিটি করপোরেশনের হিসাবেও বিষয়টি স্পষ্ট ছিল না। আজ প্রকাশিত জনশুমারি প্রতিবেদনে এ সংখ্যা তুলে ধরা হয়েছে।

সেই হিসাব অনুযায়ী, ঢাকা শহরে ১ কোটি ২ লাখের বেশি মানুষ বসবাস করে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আজ বুধবার প্রাথমিক এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

আরও পড়ুন

জনশুমারি প্রতিবেদনে বলা হয়, বিভাগ হিসেবে ঢাকায় সর্বাধিক ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার ১০৭ জন মানুষের বসবাস। এর মধ্যে পুরুষ ২ কোটি ২৪ লাখ ৫৯ হাজার ৮২২ জন। আর নারী ২ কোটি ১৭ লাখ ২১ হাজার ৫৫৬ জন। এ বিভাগে ট্রান্সজেন্ডারের সংখ্যা ৪ হাজার ৫৭৭ জন।

আরও পড়ুন

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকা উত্তর সিটির জনসংখ্যা ৫৯ লাখ ৭৯ হাজার ৫৩৭ জন। আর ঢাকা দক্ষিণ সিটির জনসংখ্যা ৪২ লাখ ৯৯ হাজার ৩৪৫।

সে হিসাবে দুই সিটি করপোরেশনের মোট বাসিন্দা ১ কোটি ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন।

আরও পড়ুন

দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ঢাকা উত্তরে সবেচেয়ে বেশি মানুষ বাস করে। আর সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল সিটিতে। এ সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ৩৫১।

আরও পড়ুন