মহাখালীর খাজা টাওয়ারে আগুনে দগ্ধ দুজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি
রাজধানীর মহাখালীর বহুতল ভবন খাজা টাওয়ারে আগুনে দগ্ধ দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন তাওসিন আহামেদ (২৭) ও সৈয়দ মেহেদী হাসান (২৭)।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, আগুনের ধোঁয়ায় দুজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত মেহেদী হাসান খাজা টাওয়ারে নবম তলার একটি প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি বলেন, আগুনের খবর পেয়ে সিঁড়ি দিয়ে নেমেছেন। ধোঁয়ায় কিছুই দেখতে পারেননি। বাইরে এসে শ্বাস নিতে পারছিলেন না। এরপর আর কিছু মনে নেই।
তাওসিন আহামেদ জানিয়েছেন, তিনি ১০ তলায় কাজ করতেন। ঘটনার সময়ে তিনি ছাদে চলে যান। সেখানে থেকে যান পাশের ভবনে। সেখান থেকে নিচে নামেন।