বিমানবন্দর সড়কে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় আশরাফুল আলম (৩২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের চাচাতো ভাই হাসান আল আরিফ বলেন, আশরাফুল গাজীপুর থেকে ঢাকায় এসেছিলেন মোতালেব প্লাজায় মুঠোফোন কেনা বা মেরামতের কাজে। কাজ শেষে বন্ধুদের সঙ্গে দেখা করে রাতে মোটরসাইকেল চালিয়ে গাজীপুরে ফেরার পথে বিমানবন্দর এলাকায় পেছন থেকে একটি অজ্ঞাত পিকআপ তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান ও ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে বিমানবন্দর থানা–পুলিশ আশরাফুলকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত ব্যক্তির মরদেহ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা জানে।
আশরাফুল আলম গাজীপুর সদর উপজেলার কালনী গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে। তিনি দেড় বছর বয়সী এক সন্তানের বাবা ছিলেন। ‘কলসানট্যান্ট প্ল্যানিং অ্যান্ড ডিজাইনিং’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন তিনি।
এ বিষয়ে বিমানবন্দর থানার উপপরিদর্শক খায়রুল বাশার বলেন, অজ্ঞাত পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।