জোবায়েদকে হত্যার কথা স্বীকার মাহির–বর্ষার: পুলিশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর ভাই হত্যা মামলা দায়ের করেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বংশাল থানায় মামলাটি দায়ের করা হয়। আসামিরা হলেন মাহির, বর্ষা ও ফারদীন আহম্মেদ আয়লান। মাহির ও বর্ষাকে মুখোমুখি করলে তাঁরা হত্যাকাণ্ডের পুরো ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলেছে পুলিশ ।