শিল্পকলা একাডেমির সামনে মিছিল করে ছাত্রদল। ঢাকা, ১৬ নভেম্বর
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি এবং বিএনপি ঘোষিত অবরোধের সমর্থনে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের সড়কে ঝটিকা মিছিল করেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই কর্মসূচি পালন করেন তাঁরা। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের নেতা–কর্মীরা শিল্পকলা একাডেমির সামনের সড়কে অবরোধের সমর্থনে মিছিল বের করেন। মিছিল শেষে সড়কে কিছুক্ষণ বসে থেকে স্লোগান দেন তাঁরা।

কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহসাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি এ বি এম ইজাজুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম, অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আলফি লাম, মাস্টারদা সূর্য সেন হল ছাত্রদলের প্রচার সম্পাদক মনোয়ার হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন রুবেলসহ বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা অংশ নেন।