ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর মির্জা আসলাম মারা গেছেন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মির্জা আসলাম আসিফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জা আসলাম মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
মির্জা আসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের চাচাতো ভাই। মির্জা আসলাম স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মির্জা আসলাম অসুস্থতার কারণে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন।
আজ রোববার জোহরের নামাজের পর রাজধানীর শাজাহানপুরের শহীদবাগে মির্জা আসলামের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শাহজাহানপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মির্জা আসলামের মৃত্যুতে এক দিনের ছুটি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
সংস্থার সচিব আকরামুজ্জান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি বলা হয়েছে, মির্জা আসলামের বিদেহী আত্মার মাগফিরাত, শান্তি কামনায় ও তাঁর প্রতি সম্মান দেখিয়ে প্রচলিত প্রথা অনুযায়ী আজ দক্ষিণ সিটির নিয়ন্ত্রণাধীন সব কার্যালয়ে পূর্ণ দিবস ছুটি থাকবে।