লতিফুর রহমান নেচারনোমিকস অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক মনিরুল

জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকার জন্য ভারতের আসাম রাজ্যের বালিপাড়া ফাউন্ডেশনের পুরস্কারপ্রাপ্তরা। রোববার ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে
ছবি: সংগৃহীত

ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের নামে প্রবর্তিত ‘লতিফুর রহমান নেচারনোমিকস অ্যাওয়ার্ড’ পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম মনিরুল এইচ খান। রোববার ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক অনুষ্ঠানে ভারতের বালিপাড়া ফাউন্ডেশন এই পুরস্কার দেয়।

লতিফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০২০ সালে এই পুরস্কার চালু করে ভারতের আসাম রাজ্যের পরিবেশবাদী সংগঠন বালিপাড়া ফাউন্ডেশন।

বালিপাড়া ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমান ছিলেন বাংলাদেশে সততার সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে নেতৃস্থানীয় একজন ব্যক্তিত্ব। যিনি টেকসই সমাজ গঠনের লক্ষ্যে অক্লান্ত কাজ করে যাওয়ার পাশাপাশি হিমালয়ের পূর্বাঞ্চলে সর্বোচ্চ নৈতিকতা ও সততার চর্চা করে গেছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট, পার্বত্য চট্টগ্রাম ও খুলনার সুন্দরবন এলাকায় বাংলাদেশের সমৃদ্ধ প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় কাজ করার জন্য এ পুরস্কার প্রবর্তন করা হয়।

রোববার ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন দিনব্যাপী দশম ইস্টার্ন ন্যাচারনোমিকস ফোরাম শুরু হয়েছে। গতকাল সেখানে বালিপাড়া ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার হিসেবে লতিফুর রহমান নেচারনোমিকস পুরস্কার, দ্য বাংলাদেশ লাইফটাইম পুরস্কার, গ্রিন লিগ্যাল পুরস্কার দেওয়া হয়।

অন্যান্য পুরস্কারের মধ্যে বাংলাদেশ লাইফটাইম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে গোলাম মাইনুদ্দিনকে। দেশে বেসরকারি খাতে সবচেয়ে বড় বনায়ন প্রকল্প হয়েছে তাঁর হাত ধরে। আর বাংলাদেশে জাহাজভাঙা খাতের জন্য বিধিবিধান তৈরিতে ঐতিহাসিক ভূমিকা রাখার জন্য গ্রিন লিগ্যাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানকে।

বাংলাদেশের সমৃদ্ধ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং সেসব সম্প্রসারণে তৃণমূল পর্যায়ে কাজ করে পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন, এমন ব্যক্তিদের উৎসাহিত করার জন্য বালিপাড়া ফাউন্ডেশন এ পুরস্কার প্রবর্তন করেছে। জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখার জন্য এদিন আরও যাঁদের পুরস্কৃত করা হয়েছে তাঁরা হলেন পিটাছড়া ফরেস্ট অ্যান্ড বায়োডাইভারসিটি কনজারভেশনের মাহফুজ আহমেদ রাসেল, প্রাকৃতিক কৃষি বিপণনকেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা দেলোয়ার জাহান, বন বিভাগের রেঞ্জার ও করমজল কুমির প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির।

দশম ইস্টার্ন নেচারনোমিকস ফোরামের প্রথম দিন গতকাল দুটি প্যানেল আলোচনা হয়। সেখানে বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং ভারতের সাবেক পররাষ্ট্রসচিব শ্যাম সরণ।

বালিপাড়া ফাউন্ডেশন ২০১৩ সালে প্রথম বালিপাড়া ফাউন্ডেশন পুরস্কার ঘোষণা করে। এর পর থেকে হিমালয়ের পূর্বাঞ্চলে সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষায় অসামান্য ভূমিকা রাখা ব্যক্তিদের পুরস্কৃত করছে সংগঠনটি। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা তৃণমূল পর্যায়ে পুনর্বনায়ন এবং বিলুপ্তপ্রায় প্রজাতি রক্ষায় ভূমিকা রাখছেন। তাঁদের কাজের জন্য অনেক মানুষের জীবিকা সুরক্ষিত হয়েছে।