বনানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর বনানী এলাকায় গতকাল বুধবার রাতে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বজলুর রশীদ আজ বৃহস্পতিবার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।

এসআই বজলুর রশীদ বলেন, গতকাল রাত সোয়া ৯টার দিকে বনানীর সৈনিক ক্লাব রেলক্রসিংয়ে অদূরে রেললাইন ধরে হাঁটছিলেন এক নারী। এ সময় তিনি একটি চলন্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।

পরে এই নারীর লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ আজ সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এসআই বজলুর রশীদ বলেন, মারা যাওয়া নারীর বয়স ৪৫ বছর হতে পারে। আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পেরেছেন, ওই নারী পেশায় ভিক্ষুক ছিলেন।