বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজও তালা

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান। ঢাকা, ২৬ নভেম্বর
ছবি: প্রথম আলো

বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ রোববারও রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান দেখা গেছে। কার্যালয়ের ফটকে ঝুলছে তালা। আজ বিকেল চারটার দিকে নয়াপল্টনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এ সময় নয়াপল্টন এলাকার অনেক দোকান পুরোদমে খোলেনি।

গত ২৮ অক্টোবর হামলা-সংঘাতের মধ্যে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান দেখা যাচ্ছে। তবে পুলিশ বিএনপির কার্যালয়ে তালা দেয়নি বলে সম্প্রতি জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, বিএনপি কার্যালয়ে তারা (বিএনপি) নিজেরা তালা দিয়ে রেখেছে।

আজ বিকেলে দেখা যায়, পুলিশ সদস্যরা বিএনপি কার্যালয়ের দুই পাশে সতর্ক অবস্থায় আছেন। অন্যান্য দিনের মতো আজও বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো নেতা-কর্মী কার্যালয়ে আসেননি।

নয়াপল্টন এলাকায় গাড়ির শোরুমই বেশি। সরেজমিনে দেখা গেছে, অনেক শোরুমের ফটক বন্ধ। আবার কোনো কোনোটির ফটকের এক পাশ খোলা রয়েছে। কোনো কোনো গাড়ির শোরুম অর্ধেক খোলা ও অর্ধেক বন্ধ। তবে খাবার, জুতা ও কাপড়চোপড়ের দোকানপাট খোলা দেখা গেছে।

গাড়ির শোরুমের কর্মচারীরা প্রথম আলোকে বলেন, নিরাপত্তাসংকটের কারণে অবরোধ ও হরতালের সময় নয়াপল্টন এলাকার গাড়ির দোকান পুরোদমে খুলছে না। রাজনৈতিক কর্মসূচির কারণে দুই মাস ধরে বিক্রিতে ভাটা পড়েছে।