২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

খিলক্ষেতে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেত থানাধীন তিন শ ফিট সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী মারা গেছেন। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর বলে পুলিশ ধারণা করছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে  রাখা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আরাফাত ঈমন ওই পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তিনি প্রথম আলোকে বলেন, তিন শ ফিট সড়কে দ্রুতগতির এক মোটরসাইকেল এই পথচারী ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে তিনি তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তখন রাত সাড়ে ৯টা। কর্তব্যরত চিকিৎসক তাঁকে (পথচারী) পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) জহির রায়হান বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলচালক ও আরেক আরোহী আহত হয়েছেন। তাঁরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।