আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সনদ পেল ২,২৩৮ শিক্ষার্থী

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তনে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী দীপু মনি
ছবি: সংগৃহীত

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তনে ২ হাজার ২৩৮ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়েছে। সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই সমাবর্তন অনুষ্ঠিত হয়।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী দীপু মনি উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর।

সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেজবাউদ্দীন আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ফাজলী ইলাহী।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, জাতির উন্নয়ন ও অগ্রগতির পূর্বশর্ত শিক্ষা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এবং উন্নত, সমৃদ্ধ, সুখী ও শান্তিময় বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কাজ করছে সরকার।

ইউজিসি সদস্য মুহাম্মদ আলমগীর ও সমাবর্তন বক্তা মেজবাউদ্দীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রফিকুল আলম বলেন, দেশ ও জাতিকে উন্নয়নের শীর্ষে আরোহণে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা এবং কারিগরি শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাজলী ইলাহী স্নাতকদের উদ্দেশে বলেন, সদা পরিবর্তনশীল পৃথিবীতে নতুন বিজ্ঞান ও প্রকৌশলভিত্তিক জ্ঞানের উন্নয়ন না হলে বিশ্বসমাজ থেকে ছিটকে পড়তে হবে। তাই তোমাদের সদা প্রস্তুত থাকতে হবে।

এবারের সমাবর্তনে স্প্রিং-২০১৭, ফল-২০১৭ এবং স্প্রিং-২০১৮ সেমিস্টারের স্নাতক ও স্নাতকোত্তরের মোট ২ হাজার ২৩৮ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। স্প্রিং-২০১৭ সেমিস্টারের নাইম হাসান, ফল-২০১৭ সেমিস্টারের মো. শেখ আবরার কবির ও স্প্রিং ২০১৮ সেমিস্টারের জি এম শাহরিয়ারকে খান বাহাদুর আহ্‌ছানউল্লা পদক দেওয়া হয়।

সমাবর্তনে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বোর্ড ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবু তৈয়ব আবু আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার (ইনচার্জ) অধ্যাপক মো. হামিদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।