ঈদযাত্রার শেষ দিনে চাপ নেই কমলাপুরে, ট্রেন ছাড়ছে নির্ধারিত সময়ে

কমলাপুর স্টেশনে আজ তেমন চাপ নেই যাত্রীর। ২৮ জুন
ছবি: আসিফ হাওলাদার

দিন পেরিয়ে রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা৷ ঈদ উপলক্ষে নাড়ির টানে রাজধানী ঢাকা থেকে মানুষের গ্রামের বাড়ি ফেরার শেষ দিন আজ বুধবার৷ গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত ভিড় থাকলেও ঈদযাত্রার শেষ দিনে যাত্রীর চাপ নেই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে৷ প্রায় ফাঁকা কমলাপুরে রেলওয়ে স্টেশন থেকে ট্রেনও ছাড়ছে সময় মেনে৷

আজ সকালে সরেজমিনে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, টিকিট কাউন্টারে লাইন নেই বললেই চলে৷ রেলস্টেশনের দোকান-প্ল্যাটফর্মও প্রায় ফাঁকা৷ অল্প কিছু যাত্রীকে জিনিসপত্র নিয়ে অপেক্ষায় থাকতে দেখা গেল৷ অন্য সময়ে শিডিউল বিপর্যয়ের কারণে ডিজিটাল স্ক্রিনে ট্রেন ছাড়ার সম্ভাব্য সময়ের কথা বলা হলেও আজ বেলা ১১টার দিকে কমলাপুর স্টেশনে এমনটা দেখা গেল না৷ অনেকটা ঘড়ি ধরেই চলছে প্রায় সব ট্রেন৷

জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) ও ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক সরদার সাহাদাত আলী প্রথম আলোকে বলেন, 'ঈদযাত্রার শেষ দিনে আজ কমলাপুরে যাত্রীর চাপ নেই। বেশির ভাগ ট্রেনই সময় অনুযায়ী চলছে৷ উত্তরবঙ্গের দুয়েকটি ট্রেন কিছুটা দেরি করলেও অন্যগুলো সময় মেনেই চলছে৷ ঢাকার পার্শ্ববর্তী এলাকাগামী ট্রেনগুলো শিডিউলের কিছুটা বাইরে চলছে।’

ঢাকা রেলওয়ের তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জগামী রাজশাহী কমিউটার ট্রেনটি ছেড়ে যাবে আজ বেলা ১২টা ২০ মিনিটে৷ একটায় ছাড়বে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস৷ সোয়া একটায় ছাড়বে নেত্রকোনাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস৷ এরপর দেড়টায় চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ও রাজশাহীগামী সিল্ক সিটি কমলাপুর ছেড়ে যাবে