জন্মদিনে শেখ রাসেলের কবরে ফুল দিয়ে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শেখ রাসেলসহ ১৫ আগস্ট নিহত পরিবারের অন্য সদস্যদের কবরে ফুলের পাপড়ি ছড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা। বনানী কবরস্থান, ১৮ অক্টোবর
ছবি: পিএমও

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট সন্তান শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ বুধবার। জন্মদিন উপলক্ষে রাসেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার ছোট ভাই রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন। তখন রাসেলের বয়স ছিল ১০ বছর। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত সে।

২০২১ সালে গৃহীত মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর ১৮ অক্টোবর দেশে শেখ রাসেল দিবস পালন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে আজ সকালে রাজধানীর বনানী কবরস্থানে যান। সেখানে শেখ রাসেলের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁরা। এরপর তাঁরা পরিবারের সদস্যদের কবরে ফুলের পাপড়ি ছড়িয়ে দেন।

এ সময় শেখ হাসিনা ও শেখ রেহানা ফাতিহা পাঠ করেন। বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত পরিবারের অন্যান্য সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে ছিলেন। এ কারণে তাঁরা প্রাণে বেঁচে যান।

শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে জন্মগ্রহণ করেন। দার্শনিক বার্ট্রান্ড রাসেলের নাম অনুসারে শেখ রাসেলের নাম রাখা হয়।

আজ শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন সরকারি সংস্থা, ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশে-বিদেশে নানা কর্মসূচি গ্রহণ করেছে।