ইতিহাসের পাঠে আগ্রহী পাঠক

রাজধানীর বকশীবাজার থেকে মেলায় বই খুঁজতে এসেছিলেন আবদুস সোবহান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ওপর ভালো বই খুঁজছেন। প্রথমা প্রকাশনের প্যাভিলিয়নে তখন একই সারিতে দাঁড়িয়ে ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা মোশতাক আহমেদ।

রাজধানীর নিকেতন থেকে আসা এই পাঠক মেলা থেকে মহিউদ্দিন আহমদের লেখা জাসদের উত্থান-পতন বইটি কিনেছেন। আকবর আলি খানের অগ্রন্থিত লেখা ও সাক্ষাৎকার নিয়ে প্রকাশিত বই মুজিবনগর সরকার ও বর্তমান বাংলাদেশ বইটি তখন উল্টেপাল্টে দেখছিলেন।

ইতিহাস নিয়ে আগ্রহ সম্পর্কে জানতে চাইলে মোশতাক আহমেদ বললেন, ‘বর্তমান ও অতীতের সাফল্য ও ব্যর্থতা স্পষ্ট বুঝতে হলে ইতিহাস জানার বিকল্প নেই। বড়রা তাও কিছুটা বইয়ের মান বুঝতে পারে। কিন্তু শিশু-কিশোরদের জন্য ইতিহাস লিখতে গেলে লেখক বা গবেষকদের আরও দায়বোধ থাকা উচিত।’

কথা অমূলক নয় প্রমাণ পাওয়া যায় অমর একুশে বইমেলার গত ১৬ দিনে প্রকাশিত বইয়ের তালিকা দেখে। ইতিহাসের মধ্যে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইয়ের সংখ্যা সবচেয়ে বেশি। এর মধ্যে অনেক বইয়ের মান নিয়ে আপত্তি আছে পাঠকের। তাঁরা বলছেন, অনেক বইয়ের ফলে তথ্যনিষ্ঠ ও নির্ভুল বইগুলো খুঁজে পেতে দেরি হয়। প্রদর্শনী টেবিলে তখন উপস্থিত অদৃশ্য পৃথিবী বা রসায়ন সহজ পাঠ-এর মতো কিশোরদের জন্য বইগুলোও। এর মধ্যে কোনো কোনো বইয়ের পাতা এক মুহূর্তে আবেগাক্রান্ত করে তুলেছে পাঠককে। গতকাল বৃহস্পতিবার তেমন এক বইয়ের মোড়ক উন্মোচন হলো মেলায়। পিতার বইটি পাঠকের জন্য তুলে দিতে এসেছিল সন্তান।

সোহরাওয়ার্দী উদ্যানে জার্নিম্যান বুকসের প্যাভিলিয়নে বাবা শহীদুল্লা কায়সারের কারাগারে বসে লেখা চিঠিগুলো নিয়ে প্রকাশিত জেল থেকে লেখা পত্রাবলি বইটির মোড়ক উন্মোচন করলেন শমী কায়সার। প্রথম আলোকে তিনি বললেন, ‘শহীদুল্লা কায়সার, জহির রায়হান অথবা মুনীর চৌধুরীর মতো মানুষেরা রাজনীতি এবং সমাজকে জীবন থেকে আলাদা করে দেখতেন না। তাঁরা যা পাননি, তা নিয়েও দুঃখ ছিল না তাঁদের। এই কথাগুলো তরুণদের জানা খুব প্রয়োজন।’

জেলে থাকার সময়ে তাঁর উদ্দিষ্ট প্রেমিকাকে বেশ কিছু চিঠি লেখেন শহীদুল্লা কায়সার। চিঠিগুলোর সংকলন এই বই। জার্নিম্যান বুকসের স্বত্বাধিকারী তারিক সুজাত বইয়ের মোড়ক উন্মোচনের সময় শ্রদ্ধা জানান পঞ্চাশ ও ষাটের দশকের আন্দোলন-সংগ্রামের দিনে কারারুদ্ধ রণেশ দাশগুপ্ত, সত্যেন সেন, অজিত গুহ, সরদার ফজলুল করিমের মতো মানুষদের প্রতি। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভাস্বর বন্দ্যোপাধ্যায় আবৃত্তি করলেন বই থেকে।

শহীদুল্লা কায়সারের স্মৃতির আকর থেকে একটু দূরেই তখন গ্রন্থ কুটিরে বিশ্বসাহিত্যের খোঁজ করলেন আরেক পাঠক। এখান থেকে এবারের মেলায় দুটি নতুন অনুবাদ বই প্রকাশিত হয়েছে। উইলিয়াম ফক্‌নারের নির্বাচিত গল্প আর গীতাঞ্জলি শ্রীর নির্বাচিত গল্পের অনুবাদ।

গতকাল কর্মদিবসেও অনেক মানুষ এসেছিলেন বইমেলায়। মেলার মাঠের আরও খানিকটা ভেতরে এগোলে কথা প্রকাশের প্যাভিলিয়ন তখন কিছুটা জমজমাট। মাসরুর আরেফিনের সাক্ষাৎকার নিয়ে বই মানবতাবাদী সাহিত্যের বিপক্ষে আর রাজীব সরকারের লেখা রেনেসাঁস ও রবীন্দ্রনাথ প্রকাশিত হয়েছে গতকাল।

এবার প্রথম দিনের মতো মেলায় উপস্থিত কথাসাহিত্যিক মাসরুর আরেফিন জানালেন, তিনি সংস্কৃত ভাষা থেকে মেঘদূত অনুবাদ করবেন। কথা প্রকাশ পেরিয়ে বাতিঘরেও দেখা গেল বৈচিত্র্যময় পাঠকের উপস্থিতি। অ্যালিস ওয়াকারের বিখ্যাত উপন্যাস দ্য কালার পার্পল-এর অনুবাদ খুঁজতে খুঁজতে পাঠক চাইলেন ‌ঈশ্বর দর্শন নামের একটি প্রবন্ধের বই।

মেলার অপর প্রান্তে ঐতিহ্য প্রকাশনীর প্যাভিলিয়নে চারপাশজুড়ে সন্ধ্যায় যথারীতি অনেক পাঠকের উপস্থিতি। নতুন বইয়ের পাশাপাশি পুরোনো বইয়েরও খবর নিচ্ছে তারা। একজন খুঁজলেন কোরিয়ান চলচ্চিত্রকার কিম কি-দুক-এর বসন্ত, গ্রীষ্ম, শরৎ, শীত... এবং বসন্ত। বইটি অদিতি ফাল্গুনীর অনুবাদ। মেলার ১৬তম দিনে নতুন বই জমা হয়েছে ৮৩টি।

ঘরে বসে বইমেলার যেকোনো বই পেতে: þ www.prothoma.com Å ০১৭৩০০০০৬১৯